ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ

গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রাথমিকভাবে সাধারণ জ্বর মনে হলেও পরবর্তী পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপরই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।

সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতে দুটি ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। চোট কাটিয়ে ফেরার পথে ছিলেন, নিয়মিত রিহ্যাব সেশনও চলছিল। কিন্তু এর মাঝেই নতুন ধাক্কা—ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফের চিকিৎসা নিতে হচ্ছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।

চিকিৎসক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে কিছুটা ভালো। সবকিছু অনুকূলে থাকলে আগামী এক-দুই দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

Exit mobile version