বিপিএলে ঢাকার বিপদ বাড়িয়ে অবশেষে জয়ের দেখা পেল সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার বিপিএলের ১৬তম ম্যাচে ঢাকার বিপক্ষে ৩ উইকেটে জিতেছে সিলেট। আর সিলেটের বিপক্ষে হেরে চলতি বিপিএলে টানা ষষ্ঠ হারের স্বাদ পেল ঢাকা। অন্যদিকে টানা তিন হারের পর প্রথম জয় পেলে সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৯৩ রান তোলে ঢাকা। দলের পক্ষে লিটন ৪৩ বলে ৭৩, মুনিম শাহরিয়ার ৫২, সাব্বির রহমান ২৩ ও থিসারা পেরেরা ১৮ রান করেন।
জবাবে দলীয় ১৯ রানে দুই ওপেনারকে হারায় সিলেট। কিন্তু এরপর ব্যাটিংয়ে ঝড় তোলেন জাকের হাসান। তিনি ২৭ বলে সাত বাউন্ডারি ও তিন ছক্কায় ৫৮ রান করেন। এছাড়া রনি তালুকদার ৩০,জাকের আলী ২৪ রান করে বিদায় নেন। শেষ দিকে অধিনায়ক আরিফুল হক ১৫ বলে ২৮ ও তানজিম হাসান সাকিব ৭ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। ফলে ১৮.৪ ওভারে ৭ উইকেটে ১৯৫ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।