ঢাকাকে হারিয়ে রংপুরের শুভ সূচনা

বিপিএলে শুভ সূচনা করেছে রংপুর রাইডার্স। সোমবার অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে তারা ঢাকা ক্যাপিটালকে ৪০ রানে হারিয়েছে। রংপুর রাইডার্সের করা ৬ উইকেটে ১৯১ রানের জবাবে ঢাকা ক্যাপিটাল ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করে।

আগে ব্যাট হাতে নেমে রংপুর রাইডার্সের শুরুটা ভালো না হলেও মিডল অর্ডার ব্যাটারদের কল্যাণে তারা শক্ত অবস্থানে পৌঁছে যায়। সাইফ হাসান (৪০), ইফতিখার আহমেদ (৪৯) ও খুশদিল শাহ (৪৬) রানে রংপুর শক্ত ভিত পেয়ে যায়।

ঢাকার আলাউদ্দিন বাবু ৩ উইকেট নিলেও রান খরচায় একটু বেহিসাবি ছিলেন। ৪৩ রান খরচ হয়েছে তার।

বিপরীতে ঢাকার শুরুটা ছিল বেশ ভালো। বিনা উইকেটে তারা স্কোরবোর্ডে ৬৫ রান জড়ো করেছিল। কিন্তু দুই ওপেনার তানজিদ হাসান (৩০) ও লিটন দাস (৩১) ছাড়া তাদের কেউ তেমন সুবিধা করতে পারেনি। মাহেদি হাসানের বোলিংয়ে তাদের বড় সর্বনাশটা হয়। ৪ উইকেট নেন তিনি।

Exit mobile version