বিপিএলে ঢাকায় প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ঢাকা ও খুলনা। হাইভোল্টেজ ম্যাচে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে খুলনা। এদিন জয়ের আশায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা।
ফলে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তুলেছে মেহেদী হাসান মিরাজের দল। দলের পক্ষে ওপেনার মোহাম্মদ নাঈম ৩০ ও উইলিয়াম বোসিস্টো ২৬ রান করে বিদায় নেন। এছাড়া মাহিদুল ইসলাম আকন ৩২ ও জিয়াউর রহমান ২১ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। এছাড়া আবু হায়দার রনি ৮ বলে ২১ ও নাঈম আহমেদ ৯ রান করে অপরাজিত থাকেন।
এর আগে নিজেদের মাঠে হার দিয়ে বিপিএল শুরু করেছে ঢাকা। অন্যদিয়ে খুলনা নিজেদের প্রথম ম্যাচে দারুন জয় পেয়েছে। এর আগে দিনের প্রথম ম্যাচে রেকর্ড গড়া ইনিংসে আসরে সর্বোচ্চ রানের ইনিংস তুলে বড় জয় পায় চিটাগং কিংস। অন্যদিকে চিটাগং কিংসের হয়ে বিপিএলে সেঞ্চুরির দেখা পায় ওসমান খান।