টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়, তামিম ইকবালের ইনিংস সর্বোচ্চ ৭১ রানের পর লোয়ার অর্ডারে মোহাম্মদ সাইফুদ্দিনের ৬ বলে অপরাজিত ২৩ রানের ওপর ভর করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৬ উইকেটে ১৮৬ রানের পাহাড় গড়েছে ফরচুন বরিশাল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুর স্টেডিয়ামে, পাকিস্তানী রিক্রুট আহমেদ শেহজাদের সাথে উদ্বোধনী জুটিতে ৭৬ রান তোলেন তামিম ইকবাল। নবম ওভারের দ্বিতীয় বলে আহমেদ শেহজাদ বিদায় নিলে তামিমের সাথে জুটি গড়েন সৌম্য। ৭১ রান করা তামিম বিদায় নিলে ১২৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ঢাকা।
উইকেটে এসে থিতু হওয়ার আগেই ১০ বলে ১৩ রান করে বিদায় নেন মাহমুদুল্লাহ। দলীয় ১৫৭ রানে ২৩ বলে ২৮ করা সৌম্য আউট হওয়ার পর মুশফিকুর রহীম তিন রানের মধ্যেই ফিরে যান। তিন বলে এক রান আসে মুশফিকের ব্যাটে। পরে মেহেদী মিরাজ দুই বলে কোন রান না করেই আউট হন। এর পর উইকেটে এসে ১৯তম ওভারে এক বল মোকাবিলা করেন জাতীয় দলে জায়গা হারানো অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
বিশতম ওভারের প্রথম বলে পাকিস্তানী ব্যাটার শোয়েব মালিক এক রান করে সাইফুদ্দিনকে স্ট্রাইক দেন। পরে শরিফুলের করা ওভারটিকে পাঁচ বল খেলার সুযোগ পান সাইফুদ্দিন। দুটি করে চার ও ছক্কা হাকানোর পর শেষ বলটিকে দুই রান করে ২২ রান তুলে নেন ক্ষ্যাপাটে এই অলরাউন্ডার।