ঢাকাকে ৬ উইকেটে হারালো চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে দারুণ শুরু করা দুরন্ত ঢাকা দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের কাছে হেরে গেলো। ৮ উইকেটে ঢাকার করা ১৩৬ রান ১০ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় চট্টগ্রাম। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়েছিলো শুভাগত হোমের দল।

সোমবার তৃতীয় ম্যাচ ডে’র প্রথম খেলায় মুখোমুখি হয়েছিলো দুরন্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

লো স্কোরিং ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুভাগত হোমের করা প্রথম ওভারে মাত্র এক রান নিতে সক্ষম হন শ্রীলঙ্কান ব্যাটার দানুষ্কা গুনাথিলাকা। ওভারের ষষ্ঠ বলে এক রান নিয়ে দ্বিতীয় ওভারে আবারও স্ট্রাইক নেন তিনি। কিন্তু পেসার আল আমীনের করা তৃতীয় বলটায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। শেষ পর্যন্ত আর মাঠে ফেরা হয়নি গুনাথিলাকার।

পরের দিকের ব্যাটাররা উইকেটে আসা-যাওয়ায় ব্যস্ত হয়ে পড়েন। ইরফান শুক্কুরের ২৭ রানের পর সর্বোচ্চ ৪৬ রান করে দলের ইনিংসটাকে ১৩৬ এ নিয়ে যেতে ভূমিকা রাখেন লাসিথ ক্রসপুল্লে। ব্যাটহাতে ৯ বলে ১৫ রান করেন তাসকিন আহমেদ। চট্টগ্রামের পক্ষে দুটি করে উইকেট পান আল আমীন খান ও ওমানি পেসার বিলাল খান।

জবাবে ১৩৭ রানের টার্গেট দেখেশুনে ১৮ ওভার দুই বলে চার উইকেট হারিয়ে টপকে যায় চট্টগ্রাম। ওপেনার তানজিদ হাসানের ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৪৯ রান। ‍দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩২ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন আফগান রিক্রুট নাজিবুল্লাহ জাদরান।

Exit mobile version