চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ, যার আয়োজক দেশ ভারত। তবে পাকিস্তানের অংশগ্রহণ ও ম্যাচ ভেন্যু নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এই পরিস্থিতিতে আসরের ভবিষ্যৎ নির্ধারণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন, আগামী ২৩ জুলাই ঢাকায় এসিসির অফিসিয়াল ডিনার এবং ২৪ জুলাই হবে এজিএম। সেখানে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ এসিসির সব সদস্য দেশ।
সোমবার এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, “এশিয়ান ক্রিকেট কাউন্সিল আমাদের মহাদেশীয় ক্রিকেটের মূল সংস্থা। এর আগে বাংলাদেশ এসিসির বড় কোনো সভা আয়োজন করেনি। এবার প্রথমবারের মতো ঢাকায় এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যা আমাদের জন্য বড় অর্জন।”
তিনি আরও বলেন, “২৩ তারিখে আনুষ্ঠানিক নৈশভোজ এবং ২৪ জুলাই মূল সভা হবে। সব দেশই অংশগ্রহণের ব্যাপারে সম্মতি জানিয়েছে। আপাতত সবকিছু ঠিক আছে, পরে বিস্তারিত তথ্য জানানো হবে।”
এই সভায় এশিয়া কাপের ভেন্যু, সূচি ও অংশগ্রহণকারী দলগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে থাকা অনিশ্চয়তা নিরসনের দিকেই থাকছে সবার দৃষ্টি।
