ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। তবে, প্রথম টেস্টের আগে দুঃসংবাদ পেয়েছে প্রোটিয়া শিবির। তাদের অধিনায়ক টেম্বা বাভুমা ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ওপেনার এইডেন মার্করাম।

আজ শুক্রবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, বাভুমার বাম ট্রাইসেপসে চোট ধরা পড়েছে স্ক্যান রিপোর্টে। ফলে তিনি প্রথম টেস্টে অংশ নিতে পারবেন না। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ডেওয়াল্ড ব্রেভিসকে। ২০ বছর বয়সী ব্রেভিস এখনও টেস্ট অভিষেক করেননি, তবে দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও তিনি ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৪৯ ও ৭৪ রানের দুটি ইনিংস খেলেছেন ব্রেভিস।

অন্যদিকে, ইনজুরির কারণে সিরিজ থেকে বাদ পড়া নান্দ্রে বার্গারের পরিবর্তে প্রোটিয়া দলে যোগ দেবেন লুঙ্গি এনগিডি। যদিও বাভুমা প্রথম টেস্টে খেলতে পারবেন না, তবুও দলের সঙ্গে তিনি আগামী বুধবার ঢাকা আসবেন। বাংলাদেশে থাকাকালীন তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, যাতে করে তিনি দ্বিতীয় টেস্টের আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেন।

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে, যা আগামী কয়েক বছরের জন্য উভয় দলের পয়েন্ট টেবিলে স্থান নির্ধারণে সহায়ক হবে।

দক্ষিণ আফ্রিকার পরিবর্তিত স্কোয়াড: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, টোনি ডি জোর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, লুঙ্গি এনগিডি, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

Exit mobile version