ভারতের বিপক্ষে হারের কারণ জানালেন বাবর

টি-টোয়ন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন! চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দেয়া ১২০ রানের লক্ষ্যও পার হতে পারেনি বাবর আজমের দল! ম্যাচ শেষে সেই হতাশাই মিশে থাকল পাক অধিনায়কের চোখেমুখে। তবে নিজেদের শেষ দুই ম্যাচে জিতে এখনও পরের রাউন্ডে চোখ রাখছেন বাবর।

রোববার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার ভারতকে ১১৯ রানে আটকে রেখেও পাকিস্তান হেরে যায় ৬ রানে। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১৩ রানে থেমে যায় পাকিস্তান। ম্যাচ শেষে হারের কারণ নিয়ে অধিনায়ক বাবর বললেন, পাওয়ার প্লে তারা পরিকল্পনা অনুযায়ী কাজে লাগাতে পারেননি।’

বাবর আরও বলেন,‘আমাদের ভাবনা ছিল, আমরা স্বাভাবিকই খেলব। ব্যাটিংয়ে প্রথম ছয় ওভার কাজে লাগাব। এসব পারলেই আমরা জিততাম। তবে এক উইকেট পড়ার পর প্রথম ছয় ওভারে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমাদের লক্ষ্য ছিল পাওয়ার প্লেতে ৪০ থেকে ৪৫ রান নেওয়া। কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি যথাযথভাবে এবং ১০ ওভারের পর আমরা একই ভুল করে গেছি।’

পাওয়ার প্লেতে এক উইকেটে হারিয়ে পাকিস্তান তোলে ৩৫ রান। এরপর ১০ ওভারে তিন উইকেট হারিয়ে তারা করতে পারে কেবল ৫০ রান। এই সময়টায় ২৯ বল থেকে কোনো রানই করতে পারেনি তারা। বাবরের মতে, এখানেই জয়টা দূরে সরে গেছে তাদের কাছ থেকে। শেষ দিকে তা আর পুষিয়ে দিতে পারেননি তারা।

এছাড়া তিনি বলেন,‘১০ ওভারের পর আমরা ভালো বোলিং করেছি। ১২০ রানের লক্ষ্যকে আমাদের সাদরেই গ্রহণ করা উচিত ছিল। প্রথম ১০ ওভারে আমরা বলপ্রতি রান তুলেছি। কিন্তু এরপর দুর্ভাগ্যজনকভাবে পিঠেপিঠি উইকেট হারিয়েছি এবং এরপর অনেক বেশি ডট বল খেলেছি।’

বিশ্বকাপে দুই ম্যাচ শেষে পাকিস্তানের ভাণ্ডার এখন শূন্য। গ্রুপ পর্ব উতরানো এখন তাদের জন্য ভীষণ কঠিন। শুধু নিজেরা বাকি দুই ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। তবে সেই আশার তরী এখনও বাইছেন বাবর। তিনি বলেন,‘অবশ্যই শেষ দুটি ম্যাচ জিততে হবে আমাদের। আমরা বসে আলোচনা করব আমাদের ভুলগুলি নিয়ে। তবে পরের দুটি ম্যাচে তাকিয়ে আছি আমরা।’

পাকিস্তান পরের দুটি ম্যাচ খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। সুপার এইটে ওঠার পথে তাদের মূল প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র পরের দুটি ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে।

Exit mobile version