জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও শেষ চারে খেলার আশা ছাড়েনি বাংলাদেশ দল ।
বিশ্বকাপে প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। তবে পরের লক্ষ্য পূরণের পথে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা! তবে হেরেও স্বপ্নটা ছেড়ে যায়নি দলকে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও সেমি-ফাইনালে চোখ রাখছে বাংলাদেশ দল।
ইংল্যান্ডের কাছে হারকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্বপ্নের পথে ছুটতে চান নাহিদা আক্তার, রাবেয়া খানরা। বৃহস্পতিবার শারজায় ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল প্রথম ম্যাচটি জয়। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ১০ বছরের জয়-খরা কাটাতে পেরেছে নিগার সুলতানার দল।
বাইয়ে অনুশীলনের ফাঁকে দলের সফলতম বোলার ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার বললেন, ইংল্যান্ডের বিপক্ষের ভুলগুলো শুধরে তারা সামনে তাকাচ্ছেন।‘গত ম্যাচের হারটা অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক, খারাপ লাগার একটি জায়গা। এই কয়দিনে আমাদের যে অনুশীলন সেশন চলছে, আমরা চেষ্টা করছি ওই জায়গা থেকে বের হওয়ার এবং কীভাবে আরেকটু উন্নতি করা যায় এবং ম্যাচে তা কাজে লাগানো যায়।’