তানজিম-তাসকিনের বোলিংয়ে বাংলাদেশের টার্গেট ১১৪ রান

টি-টোয়েন্টি বিশ্বকাপ

তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ নিজেদের পেস বোলিংয়ে আগুন ঝড়ালেন। সেই আগুনে ছাড়খাড় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপ। এতোটাই যে টপ অর্ডারের ব্যার্থতার পর আর হাতখুলে খেলতেই পারেননি ৫ম উইকেটে জুটি গড়া হেইনরিচ ক্লাসেন ও ডেভিড মিলার। প্রতিরোধ গড়ে বাংলাদেশের সামনে ১১৪ রানের টার্গেট দিয়েছেন তারা।

আলোচিত-সমালোচিত নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয়া প্রোটিয়ারা প্রথম ওভারেই উইকেট হারায়। ওভারের শেষ বলে তানজিম হাসান সাকিবের বলে গোল্ডেন ডাক মারেন ওপেনার রিজা হেনড্রিক্স।

প্রথম স্পেলে টানা তিন ওভার বল করা তানজিম সাকিব প্রতি ওভারেই একটি করে উইকেট তুলে নিয়েছেন। আউট করেছেন হেনড্রিক্স, কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্ট্রাবসকে।

ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে এইডেন মার্করামকে বোল্ড করেন তাসকিন। ৫ম ওভারের দ্বিতীয় বলে ২৩ রানে চার উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ৫ম উইকেটে হাফ ছেড়ে বাঁচে ক্লাসেন ও মিলারের ব্যাটে। দলীয় ১০২ রানের সময় ক্লাসেন ব্যক্তিগত সর্বোচ্চ ৪৬ রান করে আউট হন তাসকিন আহমেদের বলে।

উইকেট আগলে রেখে ধীরগতিতে ব্যাটিং করা মিলারকে ফেরান শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের নায়ক স্পিনার রিশাদ হোসেন। ১৯তম ওভারে রিশাদের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন মিলার।

সব মিলিয়ে ১১৩ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

Exit mobile version