সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে নেমে মাঠে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। এরপর চিকিৎসকদের কঠোর প্রচেষ্টায় রিং পরানোর পর এখন অবস্থা উন্নতির পথে তারকা এই ক্রিকেটারের। অবশ্য এখনও সংকট এখনও কাটেনি। এই অবস্থায় সতীর্থের এই বিপদে তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ এবং বন্ধু মুশফিকুর রহিম।
বিকেলে তামিমের জ্ঞান ফেরার পর হাসপাতালে গিয়ে পৌঁছান মুশফিক। এসময় সতীর্থের জন্য বেশ উদ্বিগ্ন ছিলেন সাবেক টাইগার অধিনায়ক। তামিমের অসুস্থতার কথা শুনে দেশ-বিদেশের অসংখ্য ক্রিকেটাররা তার সুস্থতা কামনা করেন।
যাদের মধ্যে ভারতের যুবরাজ সিং, মনোজ তিওয়ারি এবং লাসিথ মালিঙ্গার মতো ক্রিকেটাররাও। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সও তামিমের সুস্থতা কামনা করেছে।
শাইনপুকুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সকালে মাঠে উপস্থিত হন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। নিয়মানুযায়ী দলের হয়ে টস করতেও গিয়েছিলেন তিনি। কিন্তু ফিল্ডিংয়ে নামার আগেই অসুস্থ হয়ে পড়েন। ঢাকায় এনে উন্নত চিকিৎসার জন্য মাঠে এয়ার অ্যাম্বুলেন্স নেয়া হলেও তাতে চড়ার মতো অবস্থায় ছিলেন না তামিম। ফলে বাধ্য হয়েই গাজীপুরের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জাতীয় দলের সাবেক এই ওপেনারকে।