ক্রিকেটার তামিম ইকবাল হার্ট অ্যাটাক করে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন। তামিম ইকবালের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন বন্ধু ও সতীর্থ সাকিব আল হাসান। এবার ছেলের অসুস্থ বন্ধুকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা ও মা শিরিন শারমিন।
বিষয়টা খেলালাইভকে নিশ্চিত করেছেন তামিমের পরিবারঘনিষ্ঠ সূত্র। তিনি বলেন,‘মঙ্গলবার দুপুরের দিকে সাকিব আল হাসানের বাবা ও মা অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে উপস্থিত হন।’
আপাতত সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে পর্যবেক্ষণে আছেন তামিম। যদিও বর্তমানে সুস্থ আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পরিবারের সবার সঙ্গে কথা বলার পাশাপাশি খাওয়া-দাওয়ায় করছেন তিনি। আগামী তিন মাস পর্যবেক্ষণে থাকবেন তামিম। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শে ক্রিকেটে ফিরতে পারেন তিনি।
কেপিজি বিশেষায়িত হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, ‘আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেকআপে থাকবেন। ওনার হার্ট কি আরো ভালোর দিকে যাচ্ছে, নাকি খারাপের দিকে যাচ্ছে এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন। এরপর ডাক্তাররা তাকে খেলার অনুমতি দিলে তিনি খেলতে পারবেন, তবে এর আগে উনাকে নিয়মের মধ্যেই থাকতে হবে।’