তামিম ইকবাল বলেছিলেন তিনি পুরোপুরি ফিট না। তার সে কথাই কাল হয়ে দাঁড়ালো যে বিশ্বকাপ স্কোয়াড থেকেই ছিটকে যেতে হলো! নিজের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করায় বিশ্বকাপ স্কোয়াডে তামিমকে রাখেনি বিসিবি। অনেক নাটকীয়তার পর গতকাল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। গেল জুলাইয়ে তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দলে ফেরেন। সেই তামিম এখন বিশ্বকাপের দলে নেই। আর এই নিয়ে সরগরম ক্রিকেট দুনিয়া।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ফিটনেসের কথা মাথায় রেখে তামিমকে দলের বাইরে রাখা হয়েছে। সবাই আলোচনা করে ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ যেহেতু অনেকদিনের ব্যাপার তাই এই সিদ্ধান্ত। তামিম দলে থাকলে সাকিব যে অধিনায়কত্ব করবেন না সেই গুঞ্জনও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এই প্রধান নির্বাচক।
এদিকে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলছেন, ‘তামিমকে বাদ দেয়ার যে গুঞ্জন উঠেছে সেটা ভুল তথ্য। আসলে তথ্য হলো, তামিমই দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধান অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।
অন্যদিকে আজ বেলা পৌনে বারোটার দিকে এক ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’তিনি আরো বলেন, ‘গত কয়েকদিনে গণমাধ্যমগুলোতে অনেক কথা এসেছে, আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত সমর্থক সবারই পরিষ্কারভাবে সবকিছু জানার অধিকার রাখে।’