অবশেষে তামিমকে নিয়ে এলো স্বস্তির খবর। গতকাল সকালে হার্ট অ্যাটাক করে লাইফ সাপোর্ট পর্যন্ত যেতে হয়েছিল তামিম ইকবালকে। ডিপিএলের ম্যাচে খেলতে গিয়েছিলেন মাঠে আর দিন শেষ করেছিলেন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে। হার্টে রিং পরানোর পর ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছিল, পুরোপুরি ঝুঁকিমুক্ত নন তিনি। যে কারণে তাকে রাখা হয়েছিল ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে।
তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা আজ সোমবার নিজের ফেসবুকে জানান,‘আল্লাহ তা’আলার অশেষ রহমতে সুস্থতার পথে তামিম ইকবাল…
এছাড়া তিনি লিখেন,‘ আজ চেকআপ শেষে ডক্টর জানান, “আজকে সকাল বেলা ইকোকার্ডিওগ্রাম করে তামিমের হার্টের অবস্থাটা দেখা হচ্ছিল, দেখে মনে হলো কোনো প্রবলেমই নেই যেনো একদম তরতাজা। তবুও ৪৮-৭২ ঘন্টা সময়টা যেহেতু ক্রিটিকাল তাই এই সময়টা কথাবার্তা কম বলা উচিত, একটু বিশ্রামে থাকা উচিত। এই ক্রিটিকাল সময়টাতে এখানে থেকে একটু স্ট্যাবল হয়ে তারপর উন্নত চিকিৎসার জন্য সে আরও ভালো কোথাও যেতে চাইলে অবশ্যই পারবে।’
সবাই যথাসম্ভব বেশি বেশি দোয়া করবেন যেনো আল্লাহ তামিম’কে দ্রুত পুরোপুরি সুস্থতা দান করেন। এবং সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।