তামিমের কথার যে উত্তর দিলেন সাকিব

তামিম-সাকিব নিয়ে এখন সরগরম ক্রিকেট দুনিয়া।  বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে গেলেও এখনও তামিম ইস্যুতে উত্তাল ক্রিকেটপাড়া। এরইমধ্যে  দল থেকে বাদ পড়ার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তামিম। এদিকে দেশ ছাড়ার আগে এক সাক্ষাৎকারে তামিমের প্রশ্নের উত্তর দিয়ে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে একটি বেসকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইস্যু নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। সেই সাথে, বাংলাদেশ দলে এমন কী চলছে যে বিশ্বকাপের আগে অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন সাকিব এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা প্রসঙ্গে সাকিব বলেন,‘প্রথম কথা হচ্ছে, আমার জানা মতে দল নির্বাচন মোটেও সহজ কোনো প্রক্রিয়া নয়। আমার কাজ দল নির্বাচন নয়। টিম নির্বাচনের ক্ষেত্রে মাঠের পারফরম্যান্স, ড্রেসিংরুম, টিম মিটিংসহ বেশ কিছু বিষয় দেখা হয়। আর পারফরম্যান্সের জন্য কেউ বাদ পড়েছে বলে আমার মনে হয় না।’

মিডল অর্ডারে তামিমকে ব্যাট করার প্রস্তাব প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার  জানা মতে, কেউ তাকে প্রস্তুাব দেয়নি। এরপরও যদি কেউ দিয়ে থাকে, তাহলে দোষের কি আছে। দলের ভালোর কথা চিন্তা করে তাকে এই প্রস্তাব দেওয়া যেতেই পারে। আর আপনি যদি চিন্তা করেন আপনি একই পজিশনে ব্যাটিং করবেন, তাহলে তো সেটা দলের স্বার্থ হলো না। বাচ্চা মানুষের মতো করলে তো হবে না। রোহিত শর্মাও সাত নম্বর পজিশন থেকে ওপেনিংয়ে এসে দশ হাজার রান করেছে।  ব্যক্তি স্বার্থের আগে দল নিয়ে ভাবা উচিত। আপনি এত এত রেকর্ড করে কি লাভ, যদি দল না জেতে।’

এর আগে বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বিশ্বকাপে দল থেকে এক প্রকার বাধ্য হয়েই নিজের নাম সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তামিম। এমনকি গত ৩-৪ মাস ধরে তিনি খুব খারাপ সময় পার করেছেন বলেও জানান।

Exit mobile version