দীর্ঘ নীরবতা ভেঙে বন্ধু ও মাঠের সতীর্থ তামিম ইকবালের জন্য ফেসবুকে দোয়া চাইলেন সাকিব আল হাসান। নীচে সাকিব আল হাসানের পোস্ট খেলা.লাইভের পাঠকের জন্য তুলে ধরা হলো।
`আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।
তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’
প্রায় দুই দশকের ক্যারিয়ারে একসাথে বহু ম্যাচে বাংলাদেশ দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তামিম ও সাকিব। কিন্তু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ করেই তাদের মথ্যে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। এর পর থেকে উভয়ের সম্পর্কে মারাত্নক অবনতি ঘটে।
আজ (২৪ মার্চ, ২০২৫) ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান ও শাইনপুকুরের মধ্যকার ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েন তামিম। পরবর্তীতে গাজীপুরের কেপিজে হাসপাতালে তামিমকে দ্রুত নিয়ে যাওয়া হয়। সেখানেই এনজিওগ্রামের পর তামিমের হার্টে রিং পরানো হয়। তামিমের জন্য সুস্থতা চেয়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফেসবুকে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে দোয়া চাইলেন সাকিব আল হাসানও। যেখানে তামিমকে ভাই হিসেবে সম্বোধন করেন সাকিব।
