অসুস্থ তামিম ইকবালের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে! সবশেষ খবর, তার হার্টে একটি রিং পরানো হয়েছে।
সাভারের বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাঁকে বিকেএসপির পাশেই একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য কেপিজে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে দুটি ব্লক ধরা পড়ে। আর সেখানেই র হার্টে একটি রিং পরানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মেডিকেল বিভাগ।
বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। সকালে অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। কিন্তু এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। তামিম ইকবালের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়।