তাসকিনকে নিয়ে সুখবর দিল বিসিবি

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অসহায় আত্মসমর্পণ! শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে তাই বেশ চাপে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

সেই ম্যাচের আগে সুসংবাদ ও দুঃসংবাদ দুটোই পেল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে শঙ্কা জেগেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও। তবে সুখবর হলো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাসকিনকে।

প্রত্যাশিত সময় অনুযায়ী নিজের ২৪ দিনের মধ্যে রিহ্যাব শেষ করতে পেরেছেন বাংলাদেশের এই পেসার। লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই তার। বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। তিনি এখন পুরোপুরি বোলিংয়ে ফিরবেন। শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের খেলা সম্ভাবনা আছে।

পাঁজরের ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তাসকিন। মিস করেন বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। তবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া শরিফুলকে নিয়ে শঙ্কা আছেই।

Exit mobile version