রাওয়ালপিন্ডি চতুর্থ দিন সকালে পাকিস্তান শিবিরে তাসকিন আহমেদের পর আঘাত হেনেছে নাহিদ রানা। সকালে সাইম আইয়ুবকে ২০ রানে ফেরান পেসার তাসকিন। তাসকিনের ফুল লেন্থের বল মিড অফে ড্রাইভ করছিলেন সাইম। বাঁপাশে সামান্য ঝাপিয়ে পড়ে বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ৪৭ রানে পতন হয় পাকিস্তানের তৃতীয় উইকেটের।
এরপর দলীয় ৬২ রানের মাথায় অধিনায়ক শান মাসুদকে বিদায় করেন পেসার নাহিদ রানা। পাকিস্তানের অধিনায়ক ২৮ রান করে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৬২ রান। বাবর আজম ৯ ও সৌদ শাকিল শুন্য রান নিয়ে অপরাজিত আছেন।
এর আগে তৃতীয় দিনের খেলা শেষে ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। ব্যাট করতে নেমে ৯ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। মাত্র ৩ রান করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ০ রানে আউট হন খুররম শেহজাদ। দুটি উইকেটই পান হাসান মাহমুদ। এরপর দিনের খেলা শেষ হয়।
তার আগে নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রান তোলে স্বাগতিকরা। জবাবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৬২ রান করে বাংলাদেশ।