ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে তাসকিনের রেকর্ড গড়া বোলিংয়ের পরও হারের শঙ্কায় বাংলাদেশ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নিজেদের দ্বিতীয় ইনিংসে বল হাতে ইতিহাস গড়েন পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের একাই ধসিয়ে দিলেন টাইগার এ পেসার।
মাত্র ৬৪ রান দিয়ে একাই তুলে নেন ৬ উইকেট। তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ১৫২ রানে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ফাইফারের কীর্তি স্পর্শ করলেন তাসকিন। আর টেস্টে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম পেসার তাসকিন আহমেদ ।
ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট করে জয়ের জন্য ৩৩৪ রানের লক্ষ্য পায় মুমিনুল হক-লিটন দাসরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মহাবিপদে পড়েছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষ করতেই হারাতে হয়েছে সাত উইকেট। এর আগে অবশ্য সাফল্য বলতে তাসকিনের ৬ উইকেটই।
এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান চাপায় পড়েছিল বাংলাদেশ। ৯ উইকেট হারিয়ে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে মাত্র ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়েছিল মিরাজরা।
সেই শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত টেস্টে চতুর্থ দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মিরাজের দল পিছিয়ে ছিল ১৮১ রানে। ওই রান নিয়েই চতুর্থ দিন সকালে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে মুমিনুল হক ৫০ রান ও লিটন দাস ৪০ রান করে বিদায় নেন। এরপর জাকের আলীর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৩ রান। আর অধিনায়ক মিরাজ ২৩ ও তাইজুল করে ২৫ রান।
৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিপাকে পড়েন সফরকারীরা। আলোক স্বল্পতায় ১০ ওভারের মতো বাকি থাকতেই চতুর্থ দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। এরমধ্যে ৩১ ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশ সংগ্রহ ১০৯ রান।
জাকের আলী অপরাজিত ৪৫ রানে, হাসান ৬ বল খেলে কোনো রান করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রোচ ও সিলস। অন্য উইকেটটি শামার জোসেফের। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের চাই ২২৫ রান। উইন্ডিজের প্রয়োজন তিন উইকেট।