তাসকিনের লজ্জার দিনে মোহামেডানের হার

ঢাকা প্রিমিয়ার লিগে তাসকিন-সাইফউদ্দিনের বোলিং ব্যর্থতার দিনে হেরেছে তামিম ইকবালের ঢাকা মোহামেডান। মঙ্গলবার বিকেএসপিতে বিজয়ের সেঞ্চুরিতে মোহামেডানকে ৬৫ রানে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপিতে তামিম ইকবালের মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছে বিজয়। তার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছে বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ১৪৯ রান করেন ওপেনার বিজয়। ১৪৩ বলে ১২ চার ও চার ছক্কায় এ রান করেন এছাড়া সাদিকুর রহমান ৬০, শামসুর রহমান ৩২ ও তৌফিক আহমেদ ৬৩ রান করেন। বল হাতে তাসকিন ১০ ওভারে ১০৭ রান দিয়ে নেন তিন উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৮.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন রনি তালুকদার। এছাড়া অধিনায়ক তামিম ৪৮,তাওহিদ হৃদয় ৩৬, মুশফিকুর রহিম ৪৯ ও নাসুম আহমেদ ১৮ রান করেন। বল হাতে সাকলাইন ৯ ওভারে ৫৯ রান দিয়ে একাই নেন চার উইকেট। এছাড়া আবু হাশেম নেন দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ ৫০ ওভারে ৩৩৬/৫
মোহামেডান ৪৮.১ ওভারে ২৭১
গাজী ৬৫ রানে জয়ী।

Exit mobile version