অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হারের দেখা পেল বাংলাদেশ এইচপি। তাসমানিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে তারা। জেক ডোরানের বীরত্বে ৩ বল হাতে রেখেই জয় পায় তাসমানিয়া।
৫১ রানে ৩ উইকেট হারিয়ে তাসমানিয়া কিছুটা চাপে পড়লেও চার্লি ওয়াকিমকে সঙ্গে নিয়ে হাল ধরেন ডোরান। চতুর্থ উইকেটে তাঁরা গড়ে তুলে ৬৬ রানের জুটি।
মাঝে আরো দুই উইকেট হারালেও বাংলাদেশি বোলারদের কোনো সুযোগই দেননি ডোরান। ৩৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন বাঁহাতি এই ব্যাটার। বাংলাদেশের হয়ে রাকিবুল দুটি, আলিস, রনি ও মাহফুজুর নেন একটি করে উইকেট।
ডারউইনে তাসমানিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এদিন দলের হয়ে সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন ওয়ানডাউনে নামা পারভেজ হোসেন ইমন। অপরাজিত ৩৯ রান করেছেন তিনি। শুরুটা ভালোই করেছিলেন এইচপি দলের দুই ওপেনার। জিশানের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩৮ রান। আরেক ওপেনার তামিম করেছেন ২৯ বলে ২৮ রান।
টপ অর্ডার দারুণ ব্যাটিং করলেও টিকতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। যাতে করে এইচপি ইউনিটের ইনিংস থামে ১৬৬ রানেই।