তাহিরের ঘূর্ণির ঝড়ে হারল সাকিবের অ্যান্টিগা

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও ব্যর্থতার বৃত্তে ঘুরলেন সাকিব আল হাসান। চলতি আসরে সুযোগ পেলেও এখনও নিজের সামর্থ্য দিয়ে আলো ছড়াতে পারেননি তিনি। শনিবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে বল হাতে মাত্র দুই ওভার করে ১৬ রান দিয়েছেন, উইকেটশূন্য থেকেছেন। ব্যাট হাতেও করেছেন মাত্র ৭ বলে ৮ রান। ফলে তার দলকে বড় ব্যবধানে হারতে হয়েছে।

অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তোলে ২১১ রানের পাহাড়সম সংগ্রহ। শুরুর দিকে এক উইকেট হারালেও শাই হোপ ও শিমরন হেটমায়ারের দুর্দান্ত জুটিতে ম্যাচ পুরোপুরি নিজেদের করে নেয় গায়ানা। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ১০৬ রান। হোপ খেলেন ৫৪ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। অপর প্রান্তে হেটমায়ার ছিলেন আরও আক্রমণাত্মক; ২৬ বলে ৬৫ রান করেন ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে। শেষদিকে রোমারিও শেফার্ড মাত্র ৮ বলে ২৫ রানের ইনিংস খেলে গায়ানার স্কোর নিয়ে যান ২১১-তে।

অ্যান্টিগার বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ দিন কাটিয়েছেন শামার স্প্রিংগার। তিনি ৪ ওভারে দিয়েছেন ৬১ রান, যা দলের হয়ে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। এক উইকেট করে নিয়েছেন ইমাদ ওয়াসিম, জেইডেন সিলস ও ওবেদ ম্যাককয়।

২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অ্যান্টিগা শুরুতে ঝড় তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। করিমা গোরের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৪ বলে ৩১ রান। এরপর বেভন জ্যাকবস (২৬) ও ফ্যাবিয়ান অ্যালেন (২২) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। সাকিবও ফিরেছেন মাত্র ৮ রানে।

ইমরান তাহিরের ঘূর্ণির কাছে অসহায় হয়ে পড়ে অ্যান্টিগা। সাবেক দক্ষিণ আফ্রিকান লেগস্পিনার ৪ ওভারে মাত্র ২১ রান খরচে নিয়েছেন ৫ উইকেট। তাকে দারুণ সহায়তা দিয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস ও রোমারিও শেফার্ড, যারা পান দুটি করে শিকার।

Exit mobile version