সালাউদ্দিনের পদত্যাগের পেছনে তিনটি বড় কারণ
তিন কারণে সালাউদ্দিনের পদত্যাগ ! হঠাৎ বাংলাদেশ জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কোচ মোহম্মাদ সালাউদ্দিন! বেশে কিছু দিন ধরেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি ।
আগামী ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি থাকলেও এক বছরের মাথায়ই বিদায় নিলেন দেশের অন্যতম অভিজ্ঞ এই কোচ। নিজের পদত্যাগের বিষয়টি সালাউদ্দিন নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘ হ্যাঁ, আমি বিসিবিতে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। তবে তিনি চলতি আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করলেও ভেতরের খবর ভিন্ন। বেশ কিছু দিন ধরেই তিনি জাতীয় দলে স্বাধীন ভাবে দায়িত্বটা পালন করতে পারছেন না। কেন দায়িত্ব পালন করতে পারছেন না সেটি পরিস্কার করে বলেন তিনি।
যে কারণে পদত্যাগ
প্রথম কারণঃ ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীনের সঙ্গে গত কয়েক মাস ধরে কথাবার্তাই নাকি বন্ধ সালাউদ্দিনের! জাতীয় দল সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করে বিসিবির এই ক্রিকেট পরিচালনা বিভাগই।
দ্বিতীয় কারণঃ এরপর হঠাৎ করে আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ করে বিসিবি। যদিও ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন, বিসিবিতে আগে থেকেই অনেক অভিজ্ঞ কোচ থাকার পরও আশরাফুলকে সরাসরি জাতীয় দলের কোচিং প্যানেলে আনা ঠিক হয়নি।
সবকিছুতেই একটা প্রক্রিয়া মানা উচিত। আশরাফুলের ক্ষেত্রে তা হয়নি। এটা ভালো উদাহরণ হয়ে থাকবে না’ বলেছেন বিসিবিতে কাজ করা স্থানীয় এক কোচ।
তৃতীয় কারণঃ ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর তাঁকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেয় বিসিবি। কিন্তু পরে ব্যাটিং কোচের অনুপস্থিতিতে সালাউদ্দিনকেই বাড়তি দায়িত্ব হিসেবে ব্যাটিং কোচের কাজ করতে হয়েছে। কাগজ-কলমে ব্যাটিং কোচ না হওয়া সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতার দায় দেওয়া হয়েছে তাঁকে।
সেই সাথে সর্বশেষ আফগানিস্তান সিরিজে নুরুল হাসানকে দিয়ে উইকেটকিপিং না করিয়ে জাকের আলীর উইকেটকিপিং করানোর দায়ও তাকে দেওয়া হয়েছে। অথচ, সালাউদ্দিন চেয়েছিলেন নুরুলই কিপিং করুক। কিন্তু অধিনায়ক জাকের চেয়েছেন কিপিং তিনি করবেন।
সালাউদ্দিনের অনুরোধ সত্ত্বেও প্রধান কোচ ফিল সিমন্স তাতে হস্তক্ষেপ করেননি। তার সাথে জাকের আলীর ধারাবাহিক ব্যর্থতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোচ সালাউদ্দিনকে নিয়ে সমালোচনা হয়। তার পদত্যাগের পেছনে এটিও একটি কারণ। জাতীয় দলের দায়িত্ব ছাড়ায় কোচ সালাউদ্দিন আবার ফিরবেন ঘরোয়া ক্রিকেটে। তবে আসন্ন বিপিএলেও তাঁকে দেখা যেতে পারে কোনো দলের কোচ হিসেবে।
উল্লেখ্য, বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বশরীরের বিসিবিতে এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। তবে চুক্তি অনুযায়ী নিজের নোটিশ পিরিয়ডে দলের সঙ্গে থাকবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজেও তাই কাজ করবেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















