সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এখন থেকে টাইগারদের হয়ে আর টস করতে দেখা যাবে না বাংলাদেশের এই পোস্টার বয়কে।
বাংলাদেশের অধিনায়কত্ব করার আগ্রহ না থাকায় সাকিবের বদলি হিসেবে নতুন অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশের উদীয়মান তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে।
ভারতে বিশ্বকাপ শুরুর আগেই সাকিব জানিয়েছিলেন আসর শেষে অধিনায়কত্ব থেকে অবসরে যাবেন তিনি। বিশ্বকাপ শেষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো বাংলাদেশ। চোটের কারণে সেখানে খেলতে পারেননি দেশসেরা এই ক্রিকেটার। তাঁর অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত।
সেবার অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে শান্ত অধিনায়কের দায়িত্ব পালন করলেও এবার পূর্নাঙ্গভাবে নেতৃত্ব পেয়েছেন তিনি।
এই পর্যন্ত তিন সংস্করণে লাল-সবুজদের ১১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। টেস্টে তাঁর অধীনে দুই ম্যাচ খেলে একটি টেস্ট হারলেও অন্যটি জিতেছে বাংলাদেশ।
একদিনের ক্রিকেটে শান্তর নেতৃত্বে ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। জয় পেয়েছে মাত্র একটিতে।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তিন ম্যাচে এক জয় এবং এক হার এসেছে শান্তর অধীনে। পরিত্যাক্ত হয়েছে একটি ম্যাচ।