টেস্টের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের নজর এবার টি-টোয়েন্টি দলের দিকে। এ বার ছোট ফরম্যাটেও অনেক বদল আনতে পারেন গম্ভীর। গম্ভীর ভারতের টেস্ট দলের কোচ হওয়ার পর লাল বলের ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলি ও রোহিত শর্মা।
ভারতের তিন সিনিয়র ক্রিকেটারের অবসরের পিছনে কোচকে দায়ী করেন অনেকে। টেস্ট দলের নতুন অধিনায়ক হয়েছেন শুভমন গিল। পুরনোদের বদলে অনেক নতুন মুখের দেখা মিলেছে। টেস্টের পর এ বার ভারতের টি-টোয়েন্টি দল বদলে ফেলার পরিকল্পনা করেছেন গম্ভীর।
এমনটাই বলছে ‘টাইমস অফ ইন্ডিয়া’!,‘গম্ভীর চাইছেন তিন ফরম্যাটে এক জনই অধিনায়ক। এখন ভারতের তিন ফরম্যাটে তিন অধিনায়ক। টেস্টে শুভমন। এক দিনের ক্রিকেটে রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব। সেটাই চাইছেন না গম্ভীর।
এর থেকেই বোঝা যাচ্ছে, এক দিনের ক্রিকেটেও হয়তো রোহিত আর বেশি দিন খেলবেন না। অস্ট্রেলিয়া সিরিজ়ের পরেই অবসর নিতে পারেন তিনি। শুভমনকে অধিনায়ক করলে সূর্যও অধিনায়কত্ব হারাবেন। তবে সেটা হয়তো এশিয়া কাপের পরে। এশিয়া কাপে সূর্যের উপরেই ভরসা রাখতে চায় বোর্ড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















