তিন ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের সাত ক্রিকেটার

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে তিনটি ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। যেখানে খেলতে এনওসি পেয়েছেন বাংলাদেশের সাতজন ক্রিকেটার। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানসহ এই সাত ক্রিকেটারের অনাপত্তির মেয়াদ বেঁধে দেয়া আছে আগামী ৯ আগস্ট পর্যন্ত।

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) মাঠে গড়াচ্ছে আগামীকাল থেকেই। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে আমেরিকান মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানে অংশ নিবেন বাংলাদেশি ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরের পর্দা উঠবে আগামী ৫ জুলাই। যেখানে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

এছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নিতে আজ দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। ডাম্বুলা সিক্সার্সের হয়ে মুস্তাফিজ ও হৃদয় এবং কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠে দেখা যাবে সাকিবকে।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শুরু হবে ২৫ জুলাই। সেখানে সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম খেলবেন বাংলা টাইগার্সের হয়ে।

এছাড়া টরোন্টো ন্যাশনালসের হয়ে রিশাদ হোসেন ও মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন।

Exit mobile version