তিন বছরে প্রথম ওভার বাউন্ডারি হজম

স্যাম কনস্টাস ও জাসপ্রিত বুমরাহ

টেস্ট ক্রিকেটে জাসপ্রিত বুমরাহ সব সময় ব্যতিক্রম। তবে বৃহস্পতিবার শুরু হওয়া মেলবোর্ন টেস্টে তিক্ত অভিজ্ঞতা পেলেন। টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ডেবু্যট্যান্ট ওপেনার স্যাম কনস্টাসের হাতে নাস্তানাবুদ হয়েছেন ভারতীয় এ বোলার। তার বোলিংয়ে ওভার বাউন্ডারি মেরেছেন এই ওপেনার। দীর্ঘ তিন বছর বুমরার বিপক্ষে এমন দুঃসাহস কেউ দেখাতে পারেনি। তিন বছর পর টেস্টে প্রথম ছক্কা হজম করতে হয়েছে এই পেসারকে।

ইনিংসের সপ্তম ওভারে কনস্টাস এমন দুঃসাহস দেখান। রিভার্স স্কুপ করে ডিপ থার্ড ম্যান দিকে বলকে বাতাসে ভাসিয়ে সীমানা পার করে দেন কনস্টাস। তার এমন সাহস দেখে অনেকেই বিষ্মিত হয়েছে। বুমরাহ ২০২১ সালের ৭ জানুয়ারিতে সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে সর্বশেষ ওভার বাউন্ডারি হজম করেছিলেন। ক্যামেরন গ্রিন উড়িয়ে মেরেছিলেন তাকে।

কনস্টাস বোলার হিসেবে বুমরাহকে বেশ ভালোই পছন্দ করেছিলেন। তার মুখোমুখি হওয়া ৩৩ বল থেকে ৩৪ রান করেন তিনি। মাঠে নেমে ১১তম বলে তিনি বুমরার বলে রিভার্স স্কুপ করার চেষ্টা করেছিলেন। তিনি ব্যর্থ হন। পরের ওভারে একই চেষ্টা করে ব্যর্থ হন। তবে তৃতীয় চেষ্টায় ঠিকই সফল হন।

কনস্টাস তার ৬৫ বলে ৬০ রানের ইনিংসে দুটি ওভার বাউন্ডারি মেরেছেন। উভয় ক্ষেত্রে বোলার ছিলেন বুমরাহ। ১৭ বছর বয়সী কনস্টাস অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন। তার আগে ১৯৫৩ সালে ইয়ান ক্রেগ এই কৃতিত্ব দেখিয়েছিলেন।

Exit mobile version