আবারও মাঠ থেকে সরে যেতে হলো বেন স্টোকসকে। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে গেছেন। ৩৩ বছর বয়সী স্টোকস এই ইনজুরির কারণে অন্তত তিন মাস খেলতে পারবেন না। তার বাম পায়ে অস্ত্রোপচার করাতে হবে।
নিউজিল্যান্ড সফরের শেষ ম্যাচে তৃতীয় দিন বোলিংয়ের সময় নতুন করে চোটে পড়েন ইংলিশ পেসার স্টোকস। ইংলিশ অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, জানুয়ারিতে অস্ত্রোপচার হবে স্টোকসের, অন্তত তিন মাসের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন। পরীক্ষায় তার বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে।’
স্টোকসের এই ইনজুরি ইংল্যান্ডের দলের ওপর কোনো প্রভাব পড়ছে না। কেননা আগামী মে মাসের আগে ইংল্যান্ডের আর কোনো টেস্ট ম্যাচ নেই।তবে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হবে না। অবশ্য ইসিবি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচেনাও করেন।
নিজের ইনজুরি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন স্টোকস। সেখানে আরও ভালোভাবে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।