তিন সেঞ্চুরিতে দ. আফ্রিকার রানের পাহাড়

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্ট

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের হতাশ করে নিজেদের প্রথম ইনিংসে ১৪৪.২ ওভারে ৬ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছে মার্করামের দল। ব্যাট হাতে সেঞ্চুরি পেয়েছেন টনি ডি জর্জি,ট্রিস্টান স্টাবস ও উইয়ান মুল্ডার।

জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে। ওপেনার সাদমান ইসলাম শুন্য রানে রাবাদার বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। জয় ও জাকির ক্রিজে আছেন। বাংলাদেশের সংগ্রহ ১.১ ওভারে ১ উইকেটে ১৩।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথম দিন ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৩০৭ রান তোলে সফরকারীরা। প্রথম দিনে সেঞ্চুরি করে বিদায় নেন স্টাবস। তবে জর্জি ১৪১ ও বেডিংহাম ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে। দারুণ শুরুর পর বেডিংহাম ৬৯ রান নিয়ে বিদায় নেন। এছাড়া জর্জি বিদায় নেন ক্যারিয়ার সেরা ১৭৭ রানে।

এরপর উইয়ান মুল্ডার ও মাথুসামি অসাধারণ ব্যাটিং উপহার দেয়। শেষ পর্যন্ত টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি তুলে নেন মুল্ডার। তিনি ১০৩ ও মাথুসামি ৬৮ রান করে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন। বল হাতে তাইজুল ৫ ও নাহিদ একটি উইকেট নেন।

Exit mobile version