আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দলে ফিরলেন শামীম হোসেন। আজ রোববার ৩০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। সিরিজে ইতিমধ্যে দুই দল একটি করে ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারলেও দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে শামীমকে দলে না রাখায় দল গঠন নিয়ে প্রশ্ন তোলেন অধিনায়ক লিটন দাস। এমনকি লিটন বলেছিলেন, তার সাথে কোন আলোচনা না করেই শামীমকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ৩৯ রানে হারে। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স করে ৪ উইকেটে জয় তুলে সমতায় ফেরে স্বাগতিকরা। ফলে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি দুই দলের জন্য অলিখিত ফাইনাল। ম্যাচটি চট্টগ্রামের একই মাঠে আগামী মঙ্গলবার ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
তৃতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ দলঃ লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজি নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন।
