ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের জায়গায় জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করলো পাকিস্তান!

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটারসহ পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট দল। এই সিরিজে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খেলার কথা ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দ্রুত ব্যবস্থা নিয়ে আফগানিস্তানের জায়গায় জিম্বাবুয়েকে সিরিজে যুক্ত করেছে।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজের। নতুন করে জিম্বাবুয়েকে যুক্ত করলেও পিসিবি মূল সূচি অপরিবর্তিত রেখেছে। মহসিন নাকভির নেতৃত্বে বোর্ড জানিয়েছে, সিরিজের লক্ষ্য ছিল আগামী ফেব্রুয়ারিতে ভারতের ও শ্রীলঙ্কার মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া।

সূচি অনুযায়ী, ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তান ও জিম্বাবুয়ের মুখোমুখি লড়াই দিয়ে সিরিজ শুরু হবে। একই মাঠে ১৯ নভেম্বর খেলবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ২২ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে। সবমিলিয়ে প্রতিটি দল দু’বার করে মুখোমুখি হওয়ার পর শীর্ষ দুই দল ২৯ নভেম্বর লাহোরে ফাইনালে খেলবে।

গত শুক্রবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলার তিন ক্রিকেটার বিমান হামলায় নিহত হন। তারা প্রদেশের রাজধানী শারানায় ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। আফগান ক্রিকেট বোর্ড শোক প্রকাশের পাশাপাশি সিরিজ থেকে দলের প্রত্যাহার ঘোষণা দেয়।

এই ঘটনায় আফগান ক্রিকেটাররাও ক্ষোভ প্রকাশ করেছেন। রশিদ খান ও মোহাম্মদ নবী পাকিস্তানের হামলাকে বর্বর ও অনৈতিক উল্লেখ করেছেন। অন্যদিকে পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি আফগানিস্তানের নিন্দা করেছেন। তিনি বলেছেন, আফগানিস্তান সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সহায়তা ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে, যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সেনারা যথাযথ জবাব দিয়েছে।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। তবে টেস্ট স্ট্যাটাসের আগে আফগানিস্তানের ‘এ’ দল নিয়মিত পাকিস্তান সফর করত এবং অনুশীলনের সুযোগ পেত। একসময় পাকিস্তান ঘরোয়া প্রতিযোগিতাতেও আফগান খেলোয়াড়দের খেলার অনুমতি দিত

Exit mobile version