‘ত্রুটি না ধরলে আরও কঠিন সময় আসবে’- মিরাজ

ওয়ানডে ক্রিকেটে পারফরম্যান্সের নিরিখে বর্তমানে শীর্ষ ১০ দলের তালিকার একেবারে নিচে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে সেই দুরবস্থারই প্রতিফলন দেখা গেছে। একের পর এক ব্যাটিং বিপর্যয়ে ভরাডুবি হয়েছে টাইগারদের, শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় মেহেদী হাসান মিরাজের দল।

পুরো সিরিজে একটিও ম্যাচ ৫০ ওভার পর্যন্ত টিকতে পারেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডে শেষ হয়েছে ৪৮.৫ ওভারে, দ্বিতীয়টিতে অলআউট ২৮.৩ ওভারে, আর তৃতীয় ও শেষ ম্যাচে ইনিংস গুটিয়েছে ২৭.১ ওভারে।

ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তবে সংবাদ সম্মেলনে মিরাজ বাংলাদেশকে “অতটা খারাপ দল” হিসেবে মানতে রাজি নন। তিনি বলেন,

“ব্যাটিং ইউনিট হিসেবে যেখানে উন্নতির দরকার, আমরা সেটা ঠিকমতো করতে পারছি না। তবে আমরা এতটা খারাপ দলও না, যতটা খারাপ খেলছি। সবাই একসঙ্গে খারাপ করছি। অবশ্যই ঘাটতি আছে—ঘাটতি না থাকলে তো টানা এভাবে হারতাম না।”

স্কোয়াডে বিকল্প ব্যাটসম্যানের অভাব নিয়েও কথা বলেন অধিনায়ক,

“শেষ পর্যন্ত আমাদের যেসব ব্যাটসম্যান আছে, তাদের নিয়েই সামনে এগোতে হবে। বাইরে খুব বেশি প্রস্তুত বিকল্পও নেই। আমরা এর আগে তো এমন খারাপ খেলিনি। তবে সত্যি কথা বলতে, এখন যা খেলছি সেটা আমাদের সামর্থ্যের চেয়ে অনেক খারাপ।”

নিজেদের ভুল-ত্রুটি না শুধরালে আরও বড় সমস্যায় পড়ার আশঙ্কা প্রকাশ করেন মিরাজ। তার ভাষায়,

“যদি এই ভুলগুলো থেকে আমরা শিক্ষা না নিতে পারি, তাহলে সামনে আরও কঠিন সময় আসবে। একই ভুল বারবার করলে আমাদের জন্য পরিস্থিতি আরও ডিফিকাল্ট হয়ে যাবে।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী সিরিজেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি,

“আমরা ভালো ক্রিকেট খেললে অবশ্যই খুশি হতাম, কিন্তু যেহেতু ভালো খেলিনি—এর দায় নিতে হবে সবাইকেই, আমাকেও। তবুও আমি আশাবাদী, আমাদের দল কামব্যাক করবে। ইনশাআল্লাহ, পরের সিরিজ থেকেই সেটা শুরু হবে।”

Exit mobile version