হংকং সিক্স এ সাইড ক্রিকেটে প্লেট সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে পৌঁছেছে। রবিবার সকালে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে তারা ২৫ রানে জয় পায়। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১২৮ জমা করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে।
দক্ষিণ আফ্রিকা টস জয়ের পর বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। দুই ওপেনার হাবিবুর রহমান শাওন ও জিসান আলমের বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ দারুণ একটা সূচনা পেয়ে যায়। মাত্র ৩.৩ ওভারে তারা দলকে ৮৫ রান এনে দেন। ২৪ রানে জিসানের আউটের মাঝ দিয়ে এই জুটি ভাঙ্গে। জিসান ৭ বলে ২৪ রান করে। এই জুটি ভাঙ্গার পর বাংলাদেশ পথ হারায়। তবে শাওন একই বাংলাদেশকে সমৃদ্ধ সংগ্রহ এনে দেন। ১৩ বলে ৫৪ রান সংগ্রহ তার। আটটি ছিল ওভার বাউন্ডারি।
শেষ দিকে মোসাদ্দেক হোসেন বাংলাদেশকে মাত্র ৮ বলে ২৭ রান এনে দেন। তার এই ঝড়ো ব্যাটিং বাংলাদেশকে ১২৮ রানে পৌঁছে দেয়।
জবাবে দক্ষিণ আফ্রিকার শুরুটা বেশ জমজমাট হলেও প্রথম উইকেট বিচ্ছিন্ন হওয়ার পর তারা আর পথে ফিরতে পারেনি। প্রথমে ২.৪ বলে ৫৯ রান করেন। আবু হায়দার ও জিসান আলম দুটো করে উইকেট নেন। এছাড়া রাকিবুল হাসান ও আকবর আলী একটা করে উইকেট নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















