দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশের জয়

দক্ষিণ আফ্রিকা সফরে নারী ক্রিকেট দল শুভ সূচনা করেছে। বেনোনিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বর্ণা আকতারের অসাধারণ বোলিংয়ে বাংলাদেশের নারীরা রানে জয় পেয়েছে। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের করা ১৪৯ রানের জবাবে স্বাগতিক দল ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। স্বর্ণা আকতার ৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট শিকার করেন।

স্বর্ণা আকতারের বিধ্বংসী বোলিংয়ে স্বাগতিক দলের ব্যাটাররা নাস্তানাবুদ হয়েছে। মাত্র ৮ রানে দক্ষিণ আফ্রিকা শেষ ৫ উইকেট হারায়। চার উইকেটই শিকার করেন স্বর্ণা আকতার।

তার বোলিং আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা বাংলাদেশের জন্য বেশ বিপদজনক হয়ে উঠছিলেন। বিশেষ করে আনেকে বোশ ও তাজমিন ব্রিটস ৬৯ রানের জুটি করে বাংলাদেশের বোলারদের শুধু হতাশা উপহার দিয়ে চলেছিলেন।  বোশ ৪৯ বলে ৬৭ রান করেন।

এর আগে বাংলাদেশ টস জয়ের পর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শামীমা সুলতানার ২৪ এবং মুর্শিদা খাতুনের অপরাজিত ৬২ রানের পাশাপাশি নিগার সুলাতনার অপরাজিত ৩৪ রানের বাংলাদেশ বড় স্কোর দাঁড় করায়। শামীমা ২৪ বলে ২৪ রান করেন। মুর্শিদা ৫৯ বলে করেন ৬২ রান। আর নিগার সুলতানার সংগ্রহ ছিল ২১ বলে ৩৪ রান।

Exit mobile version