দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলকে হারালো জুনিয়র টাইগাররা

এদিন রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০১ রান সংগ্রহ করে সফরকারী দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে স্বাগতিকরা ৪৮.৪ ওভারে ৭ উইকেট ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ ইমার্জিং দল।

৩০২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে মাহফিজুল ইসলাম রবিন ও জিশান আলম মিলে উদ্বোধনী জুটিতে ৫২ রান তোলে। জিসান ২৭ বলে ৩১ রানে ফেরেন। এরপর প্রীতম কুমার ও আরিফুল ইসলাম ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি। মিডল অর্ডারেও ব্যর্থ আহরার আমিন-মাহফুজুর রহমান রাব্বিরাও।

তাদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। অবশ্য উইকেটের আর এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন রবিন। তবে এই ওপেনার দারুণ ব্যাটিং করেও সাজঘরে ফেরেন সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে। তার ব্যাট থেকে আসে ৮৯ বলে ৮৭ রান। রবিন ফেরার পর দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলি। ব্যাটিংয়ে নেমেই ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের পথ দেখান তিনি। যদিও ম্যাচ শেষ করে আসতে পারেননি।

২৪ বলে করে ৪১ রান করে বিদায় নেন তিনি। এরপর রাকিবুল ১০ বলে ৩ ছক্কায় করে অপরাজিত ২৪ রান। রাকিবুলের সঙ্গে তোফায়েল আহমেদ ২০ বলে অপরাজিত ২৪ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭৯ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। আহরারের জোড়া আঘাতের পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন কনোর। দলীয় ১৩৩ রানে ফের আবারের আঘাত! ভাঙের কনোর ও এনড্রিলের জুটি। শেষদিকে তিয়ান মিচায়েল এবং নকোবোনি দলকে এগিয়ে নেন। মিচায়েল খেলেন ১৫ বলে ২৬ রানের ইনিংস। ফলে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০১ রান সংগ্রহ করে সফরকারী দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল

Exit mobile version