দক্ষিণ আফ্রিকার চাপে বিপর্যস্ত বাংলাদেশ দল

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং-এ ঝড় তুলে বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছে। সকালে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের ত্রয়ী আঘাতে কিছুটা আশার সঞ্চার হলেও, পরবর্তীতে অলরাউন্ডার ভিয়ান মুল্ডার ও সেনুরান মুতুসামির মারকাটারি ব্যাটিংয়ে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ১১৪ রান এবং হারিয়েছে মাত্র এক উইকেট। চা-বিরতিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৫২৭ রান, যেখানে মুল্ডার ৭৮ এবং মুতুসামি ৪৭ রানে অপরাজিত। সপ্তম উইকেটে এই দুই ব্যাটারের ১০৪ রানের জুটি প্রোটিয়াদের আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।

লাঞ্চের পর রায়ান রিকেলটন ১২ রান করে নাহিদ রানার বলে আউট হলেও, এরপর মুল্ডার ও মুতুসামি নতুন এক শক্তিশালী জুটি গড়েন। তাদের ব্যাটে আসে ওয়ানডে গতির রান। মুল্ডার ইনিংসের শুরুতে ধীরগতিতে খেললেও পরে ছন্দে ফেরেন, এবং মুতুসামি শুরু থেকেই বল-রানের তাল মেলান। এ দুই ব্যাটারের সামনে বাংলাদেশের বোলারদের বেগ পেতে হয়। দীর্ঘদিন পর টেস্টে ফিরেছেন তাইজুল, তবে একাই ৫০ ওভারের বেশি বল করে বেশ ক্লান্ত দেখাচ্ছিল তাকে।

মেহেদী হাসান মিরাজের বিবর্ণ পারফরম্যান্সে স্পিন বিভাগে বিশেষজ্ঞের অভাব স্পষ্ট। অধিনায়ক শান্ত এক পর্যায়ে মাহমুদুল হাসান জয়কে দিয়েও বল করানোর চেষ্টা করেন। এ ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ইতোমধ্যে ১৬টি ছক্কা মেরেছেন। মুল্ডার ও মুতুসামির ব্যাটিংয়ে চলছে ছক্কার বন্যা, যেখানে মুল্ডার একাই মেরেছেন ৩টি ছক্কা।

Exit mobile version