বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করতে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দুই ম্যাচের যে কোনো একটিতে জয়ের দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয়টির জন্য আর অপেক্ষা করতে হয়নি প্রোটিয়াদের, প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে তারা ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।
ভারতকে ফাইনালে খেলতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের মেলবোর্ন ও সিডনি টেস্টে জয় পেতে হবে। তাহলে অস্ট্রেলিয়া পরবর্তী সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও ভারতের কোনো সমস্যা হবে না। ভারত এক ম্যাচে জয় ও অন্য ম্যাচে ড্র করলে অস্ট্রেলিয়া সামনের দিকে এগিয়ে যাবে।
ভারতের বিপক্ষে সিরিজের পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। ভারতের বিপক্ষে চলমান সিরিজের মেলবোর্ন ও সিডনি টেস্টে যদি অস্ট্রেলিয়া জয় পায় তাহলে তাদের ফাইনাল খেলা নিশ্চিত হবে। এমনকি শ্রীলঙ্কার কাছে হারলেও ফাইনালে খেলবে তারা।
শ্রীলঙ্কা নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। দুই ম্যাচের সিরিজ। প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করতে পারলে শ্রীলঙ্কা ফাইনালে জায়গা করে নেবে। এর আগে অবশ্য অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।