দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়খরা ঘোঁচাতে পারবে পাকিস্তান

অস্ট্রেলিয়া-ভারত বক্সিং ডে শুরু হয়েছে। ম্যাচটির ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে। একই দিনে আরো একটা টেস্ট ম্যাচ রয়েছে। যেখানে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী পাকিস্তান। এ ম্যাচের ফলাফল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান পাল্টে দিতে পারে। সুপারস্পোর্ট পার্কে শুরু হওয়া ম্যাচের ফলাফল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল ওলোট পালোট হতে পারে।

দক্ষিণ আফ্রিকার সামনে এ ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার একটা দারুণ সুযোগ এনে দিয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ তো বটেই যে কোনো একটা ম্যাচে জয় পেলেই তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেবে। প্রতিপক্ষ পাকিস্তান বলে দক্ষিণ আফ্রিকা আশাবাদী হতেই পারে। ২০২১ সালের আগষ্টের পর পাকিস্তান এশিয়ার বাইরে কোনো টেস্ট ম্যাচে জিততে পারেনি দলটি। আর প্রায় ১৮ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের কোনো রেকর্ড নেই পাকিস্তানের।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৫ টেস্টে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। তাদের সর্বশেষ জয় ২০০৭ সালে। তবে সুপারস্পোর্ট পার্কে কখনো জয়ের মুখ দেখেনি পাকিস্তান। এই মাঠে পেসার দাপট স্পষ্ট। ২০১৮ সালের জানুয়ারিতে থেকে এখানে অনুষ্ঠিত খেলায় পেসাররা ২২৭ উইকেট নিয়েছে, স্পিনারদের শিকার মাত্র ১৬ উইকেট।

তবে এ সফরের পাকিস্তানকে আগের সব সফরের সঙ্গে তুলনা করলে চলবে না। কেননা টেস্ট শুরুর আগে উভয় দল ওয়ানডে সিরিজ শেষ করেছে। আর সেখানে স্বাগতিক দলকে নাস্তানাবুদ করেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে। আবার টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বর্তমান পারফরম্যান্স বিবেচনা করলে প্রোটিয়া সমর্থকদের মুখে হাসি আসতেই পারে। সর্বশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে তারা।

Exit mobile version