দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য নারী দল ঘোষণা

ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নারী ক্রিকেট দলের সদস্যদের নাম ঘোষণা করেছে। নিগার সুলতানা জ্যোতি সফরে দলকে নেতৃত্ব দেবেন। নাহিদা আক্তার তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দল তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে। সফরের শুরুতে তিন ম্যাচের টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩ ডিসেম্বর। ৬ ও ৮ ডিসেম্বর পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচ দিবা রাত্রির।

১৬ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। ইস্ট লন্ডনে হবে এ ম্যাচটি। ওয়ানডে সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ দিবারাত্রির।
দল :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার (সহ অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, স্বর্ণা আকতার, রিতু মনি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আকতার ও দিশা বিশ্বাস।

রিজার্ভ: শারমিন আকতার সুপ্তা, সানজিদা আকতার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশিতা আকতার নিশি।

ফিক্সচার:
প্রথম টি-২০ : ৩ ডিসেম্বর, বেনোনি
দ্বিতীয় টি-২০ : ৬ ডিসেম্বর, কিম্বার্লি
তৃতীয় টি-২০ : ৮ ডিসেম্বর, কিম্বার্লি
প্রথম ওয়ানডে : ১৬ ডিসেম্বর, ইস্ট লন্ডন
দ্বিতীয় ওয়ানডে : ২০ ডিসেম্বর, পটচেফসট্রুম
তৃতীয় ওয়ানডে : ২৩ ডিসেম্বর, বেনোনি

Exit mobile version