অনলাইনে পুরোনো সব রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচটি। ওটিটি প্ল্যাটফর্মে দর্শকসংখ্যায় বিশ্বরেকর্ড গড়েছে এই ম্যাচ। ডিজনি প্লাস হটস্টারের দাবি, গেলো শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ একসঙ্গে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দেখেছেন। এর আগে অন্য কোন ক্রিকেট ম্যাচে এত সংখ্যক দর্শক একসঙ্গে দেখেননি।
ভারত-পাকিস্তান ম্যাচে বিপুল দর্শকসংখ্যার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ডিজনি প্লাস হটস্টার ভারতের প্রধান সাজিত শিবনন্দন। তিনি বলেন, দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা, তারা আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ভিউয়ারশিপের রেকর্ড গড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটারে) অফিসিয়াল অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছে ডিজনি প্লাস হটস্টার।
সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকসংখ্যা হয়েছিল সর্বোচ্চ ২.৮ কোটি। তার আগে আইপিএল চলাকালীন ধোনির ব্যাটিং দেখতে ২.২ কোটি দর্শক একসঙ্গে জিওসিনেমায় চোখ রেখেছিলেন।
ভারত-পাকিস্তান ম্যাচের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ধারণক্ষমতা ছিলো ১ লাখ ৩০ হাজারের মতো। সেই সাথে আরো ১৪ হাজার বাড়তি টিকিট দেওয়া হয়। মোটকথা গ্যালারি যেমন ছিলো কানায় কানায় পরিপূর্ণ সেই সাথে অনলাইনেও ছিলো রেকর্ডসংখ্যক দর্শক।
তবে শুধু যে দর্শকরাই রেকর্ড গড়েছেন এমন না। ওই ম্যাচেই তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে তিনশটি ছয় মারার রেকর্ড করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
