দিন কয়েক আগে বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই শেষ হয়েছে। কিন্তু এখনো তার রেশ রয়ে গেছে। নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মাঠে একচ্ছত্র আধিপত্য ছিল ভারতের। মাঠের পাশাপাশি গ্যালারিতেও। স্বাগতিক হওয়ার সুবাদে ভারতের দর্শক আধিক্য বেশি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বিশাল স্টেডিয়ামের গ্যালারিতে কোথাও পাকিস্তানের সমর্থকের চিহ্ন ছিল না। দর্শকের পুরোটাই ভারতের। ফলে নীল জার্সির সমুদ্রে পরিণত হয়েছিল গ্যালারি।
সমর্থকদের সংখ্যাগরিষ্ঠতার কারণে ম্যাচে পাকিস্তান কোনো সমর্থন পায়নি। ভারত যখন রান নিয়েছে বা উইকেট শিকার করেছে তখন গ্যালারিতে ছিল গগন বিদারী চিৎকার। আর পাকিস্তান রান করলে বা উইকেট নিলে গ্যালারিতে পিন পতন স্তদ্ধতা। এমনটা হওয়ার কারণ- স্টেডিয়ামে কোনো পাকিস্তানী সমর্থক ছিল না। ভিসা জটিলতার কারণে পাকিস্তান সমর্থকরা ভারতে যেতে পারেনি।
ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের প্রতি গ্যালারি থেকে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। অধিনায়ক বাবর আজম যখন টস করতে যান তখন তাকে বিদ্রুপ করা হয়। এমন কি রিজওয়ানের নামাজ পড়ার বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতিবাচক সমালোচনা করা হয়েছে। এছাড়া ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের লক্ষ্য করে ফিল্ডারদের কাগজের তৈরি প্লেন ছোঁড়া হয়েছে। করা হয়েছে বিভিন্ন নেতিবাচক মন্তব্য।
দর্শকের এমন আচরণের বিষয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মোটেও ভালোভাবে নেয়নি। তারা এ ব্যাপারে আইসিসির কাছে অভিযোগ জানাতে যাচ্ছে। এ ব্যাপারে পাকিস্তানের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে প্রথমে বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফকে জানাবেন। তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।