দলের সাথে ভারত যাবেন এবাদত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ১৯ অক্টোবর। যেই সফরে দলের সঙ্গে ভারত যাওয়ার সম্ভাবনা আছে পেসার এবাদত হোসেনের। মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন এবাদত নিজেই।

গত বছরের জুলাই থেকে হাঁটুর চোটে মাঠের বাইরে পেসার এবাদত হোসেন। মিস করেছেন ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘ সময় ধরে চোট থেকে ফিরে আসার চেষ্টা করলেও এখনও পুরোপুরি ফিট নন তিনি।

ভারত সফরে এবাদতের খেলার সম্ভাবনা একেবারেই নেই। তবুও দলের সঙ্গে নেয়া হতে পারে তাকে। এনিয়ে তিনি বলেন, ‘আমাকে হয়তো দলের সঙ্গে ভারতে নেওয়া হবে। সেখানে আমার বোলিং সমর্থনটা পাব। ডাক্তার, ফিজিও, ট্রেনার সব ধরনের সহযোগিতা পাব। দলের পর্যবেক্ষণে থাকব। এজন্যই হয়তো আমাকে নিয়ে যাবে। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখবে। এরপর ওরকম মনে হলে হয়তো সিদ্ধান্ত নেবে।’

Exit mobile version