শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ইতিমধ্যে দেশ ছেড়েছে। গতকাল ৮ ক্রিকেটার সফরের উদ্দেশ্যে রওনা দিলেও, বাকী ছিলেন তাসকিন আহমেদ ও নাঈম শেখ। ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন গতিতারকা তাসকিন, আর ফেরার মুহূর্তেই জানালেন সিরিজ জয়ের দৃঢ় প্রত্যয়।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, “দলের জয়ই আমার লক্ষ্য। ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতব। অনেক দিন পর খেলতে নামছি, তাই খুব রোমাঞ্চিত। প্রায় তিন মাস খেলার বাইরে ছিলাম। এখন সুযোগ পেয়ে ভালো লাগছে।”
ইনজুরি প্রসঙ্গে তাসকিন বলেন, “ফাস্ট বোলারদের জন্য ইনজুরি খুবই সাধারণ বিষয়। তবে মাঠের বাইরে থাকা সব সময় কষ্টকর। আল্লাহর রহমতে এখন ফিট আছি এবং দলে ফিরে দারুণ লাগছে।”
তাসকিন আরও বলেন, “আমি চাই, ম্যাচ জয়ে আমার অবদান থাকুক। হার-জিত খেলায় থাকবেই, কিন্তু আমরা দুই ফরম্যাটেই সেরাটা দিতে চাই। আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
দলের জন্য নিবেদিতপ্রাণ এই পেসার সবসময়ই পরিচিত ‘টিম ম্যান’ হিসেবে। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন বাংলাদেশ দলের পেস আক্রমণে নতুন শক্তি যোগাবে বলেই আশাবাদী সমর্থকরা।
