বিশ্বকাপ আর কয়েক ঘণ্টার ব্যবধান। এরমধ্যে দলকে ছেড়ে মুম্বাই পাড়ি জমিয়েছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে স্ত্রী আনুশকার অসুস্থতার খবর পেয়েই তড়িঘড়ি বাড়ি ফিরছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের একজন।
বিসিসিআই সূত্র থেকে জানা গিয়েছে, তিরুবনন্তপুরম পৌঁছেছে ভারতীয় দল যেখানে নেই বিরাট। আজকে ভারতের নেদারল্যান্ডসের বিপক্ষে যে ওয়ার্ম আপ ম্যাচে তাতে বিরাট থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে। তবে দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন কোহলি।
সম্প্রতি জানা গিয়েছে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট। তাই ধারণা করা হচ্ছে স্ত্রীর সমস্যায় পাশে থাকতে মুম্বাইতে যেতে হয়েছে তাকে। যদিও এ বিষয়ে বিরাট বা আনুশকা কেউ মুখে খোলেনি।
এদিকে বিরাটের এইভাবে ফিরে আসা নিয়ে ক্রিকেটপ্রেমীদের অনেকেই তুলে ধরছেন মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ। ২০১৫ সালের বিশ্বকাপের ঠিক আগেই জন্ম নেয় ধোনির একমাত্র কন্যা জিভা। সেসময় প্রথমবার বাবা হয়েও জাতীয় দলকে ফেলে অস্ট্রেলিয়া ছেড়ে ভারতে যাননি ধোনি।