দল জিতলেও টানা তিন ম্যাচেই ব্যর্থ বিজয়

জিম-আফ্রো টি-টেন লিগ

জিম আফ্রো টি-টেন লিগে প্রথম দুই ম্যাচে হারের পর জয় পেয়েছে এনামুল হক বিজয়ের দল বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্স। ডারভান উল্ভসকে চার উইকেটে হারিয়েছে বুলাওয়ে। কিন্তু প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন বিজয়। এই উইকেটরক্ষক-ব্যাটার আউট হয়েছেন ৭ বলে ৫ রান করে।

এর আগে প্রথম ম্যাচে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স লাগোসের বিপক্ষে দুই বলে এক রান এবং দ্বিতীয় ম্যাচে কেপ টাউন স্যাম্প আর্মির বিপক্ষে চার বলে চার রান করেছিলেন। এবার অবশ্য এক রান বেশি করেছেন। ৭ বলে ৫ রান করে মোহাম্মদ ইরফানের বলে ইনোসেন্ট কাইয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন এনামুল বিজয়।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ডারবান উল্ভস ২ উইকেট হারিয়েই ১১২  রানের বড় সংগ্রহ পায়। যদিও প্রথম ওভারের চতু্র্থ বলেই তিন বলে এক রান করে আউট হন ওপেনার ইনোসেন্ট কাইয়া। আরেক ওপেনার কলিন মুনরো আউট হন ১১ রান করে।

কিন্তু পরের দুই ব্যাটার উইল স্মেড ২৫ বলে অপরাজিত ৫৫ এবং মার্ক চ্যাপম্যান ২২ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলে নির্ধারিত ১০ ওভারে দলকে ১১২ রানের সংগ্রহ এনে দেন।

জবাবে খেলতে নেমে বিজয়ের দল বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্স নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে। চার নাম্বার পজিশনে খেলতে নেমে বিজয় মাত্র ৫ রান করেন ৭ বল খেলে। দলের পক্ষে ১৩ বলে অপরাজিত ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান রিক্রট নিক হবসন। ৯ বলে ২৬ রান তুলে নেন অধিনায়ক লরি ইভান্স।

Exit mobile version