দারুণ এক জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তারা ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে। বাংলাদেশের ৭ উইকেটে করা ১৭৭ রানের জবাবে শ্রীলঙ্কা মাত্র ৯৪ রানে গুটিয়ে যায়। এ জয়ের ফলে বাংলাদেশ সিরিজে প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসলো। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচ শেষে বর্তমানে বাংলাদেশ ১ শ্রীলঙ্কা ১। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা বাংলাদেশের দ্বিতীয় বড় জয়।
শুরুতেই বিপর্যয়ে পড়লেও অধিনায়ক লিটন দাসের চমৎকার ব্যাটিং বাংলাদেশ সমৃদ্ধ স্কোরের ভিত পেয়ে যায়। মাত্র ৫০ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন বাংলাদেশ অধিনায়ক। তার সঙ্গে ছিলেন তৌহিদ হৃদয়। ৩১ রানের ইনিংস তার নামের পাশে।
তবে শামীম হোসেন অসাধারণ এক ইনিংস উপহার দিয়েছেন। শেষ সময়ে ২৭ বলে তার করা ৪৮ রান বাংলাদেশের ইনিংসের চাকাকে দ্রুত গতিতে ঘুরতে সহায়তা করে। পাঁচটি বাউন্ডারির পাশাপাশি দুই ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।
১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক দল বাংলাদেশের বোলারদের হাতে নাকানি চুবানি খায়। মাত্র দুই ব্যাটার ব্যক্তিগত রানকে দুই অংকে নিতে সমর্থ হন। ওপেনার পাথুম নিশাঙ্কা করেন ৩২ রান। দাসুন শানাকার সংগ্রহ ছিল ২০ রান। অন্যরা এসেছেন আর ফিরেছেন। বাংলাদেশের কোনো বোলারকে তারা হতাশ করেননি। রিশাদ হোসেন শিকার করেন ৩ উইকেট। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিনের দুটো করে উইকেট নেন। এছাড়া মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ একটা করে উইকেট পান।
