ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয়ে লড়াইয়ে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে তারা ভারতকে ৩ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাট হাতে নেমে ভারত ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা এক ওভার হাতে রেখে প্রয়োজনীয় রান তুলে নেয়। প্রোটিয়াদের এ জয়ের ফলে চার ম্যাচের সিরিজের অবস্থা এখন ১-১।
টস জয়ের পর সফরকারী ভারতকে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল। ব্যাট হাতে নামা ভারতের শুরুটা ছিল যাচ্ছেতাই। প্রোটিয়া বোলারদের দাপটে ভারতীয় ব্যাটাররা শুরুতে দাঁড়াতেই পারেনি। ফলে ১৫ রানের মধ্যে তারা ৩ উইকেট হারায়। পরবর্তীতে তিলক ভার্মা (২০), অক্ষর প্যাটেল (২৭) ও হার্দিক পান্ডিয়ার ৩৯ রানে ভারত কিছুটা স্বস্তি পায়।
দক্ষিণ আফ্রিকার কোনো একক বোলার ভারতের ওপর ছড়ি ঘোরায়নি। বরং যিনি বল হাতে নিয়েছেন তিনি ভারতের জন্য আতঙ্ক হয়ে দেখা দিয়েছেন।
১২৫ রানে জয়ের লক্ষ্যে নামা দক্ষিণ আফ্রিকার শুরুটা যে খুব সাবলীল ছিল তা নয়। তবে ট্রিস্টান স্টাবসের চমৎকার ব্যাটিংয়ে তারা জয়ের দেখা পায়। ৪১ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। বরুন চক্রবর্তী অবশ্য প্রোটিয়া শিবিরে বড় ধরণের আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন। এক পর্যায়ে মাত্র দুই রানে ৩ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে বরুণের শিকার ছিল দুই উইকেট। ৪ ওভারে ১৭ রানে ৫ উইকেট শিকার তার। এমন পারফরম্যান্সের পরও তার দল জয় পায়নি।