দাসুন শানাকার বিশ্বকাপ শেষ !

দাসুন শানাকা

এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় ব্যাকফুটে লঙ্কানরা। তৃতীয় ম্যাচে তাদের সামনে আরও বড় প্রতিপক্ষ, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে এমন সমীকরণের ম্যাচের আগে লঙ্কান শিবিরের জন্য দুঃসংবাদ হয়ে এসেছেন অধিনায়ক দাসুন শানাকা। ইনজুরিতে পড়েছেন দাসুন। এর আগে ইনজুরিতে পড়েছিলেন মাথিশা পাথিরানা।

১৬ অক্টোবর লক্ষ্মৌতে অজিদের বিপক্ষে ম্যাচে নামার আগে সববিভাগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলীয় অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন দলের অধিনায়ক দাসুন শানাকা। উরুর মাংসপেশীতে চোট পেয়েছেন তিনি যা সারতে সময় লাগবে তিন সপ্তাহ। এজন্য শানাকার জায়গায় দলে ফিরেছেন চামিকা করুনারত্নে। ধারণা করা হচ্ছে হয়তো এবারের বিশ্বকাপে আর মাঠেই নামা হবে না দাসুনের।

এর আগে কাঁধের চোটের জন্য আগামী দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দলের গুরুত্বপূর্ণ পেসার মাথিশা পাথিরানা। দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হেরে এবারের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে শ্রীলঙ্কার। পাকিস্তানের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি তারা। দুই ম্যাচে দলটার ব্যাটিং আশানুরুপ হলেও বোলিং ছিলো হতাশাজনক। এই অবস্থায় গুরুত্বপূর্ণ দুই বোলার ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের কৌশল নিয়েই চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

Exit mobile version